| |
               

মূল পাতা ইসলাম ১৩তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


১৩তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


রহমত নিউজ ডেস্ক     05 April, 2023     03:59 PM    


জেনে রাখা ভালো-
রহমতদিনগুলো পেরিয়ে মাগফিরাতের দিনগুলো চলছে, সময়কে কাজে লাগিয়ে সফলতা অর্জনে এগিয়ে চলি।

করবো-
আল্লাহর নামে পশু জবেহ

ছাড়বো-
জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা

মাসআলা- 
যদি রোজাদারের গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না। ফাতহুল কাদির : ২/৩৪৭

ভুল ধারণা-
দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। ব্যাপারটা তা নয়।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১৩তম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
এই মাস মুমিনের অতীতের গুনাহ সমূহকে মুছে দেয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব অর্জনের নিয়তে রমজানের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। (বোখারী ও মুসলিম)

উপকারিতা-
রোযা রাখার ফলে লিপিড প্রোফাইলে ইতিবাচক প্রভাব পড়ে। ফলে উচ্চ মাত্রায় কোলেস্টেরলে ভুগছেন এমন রোগীদের রক্তে কোলেস্টেরল দ্রুত কমতে শুরু করে।

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।